জার্মানিতে রেল চালকদের ২০ ঘণ্টার ধর্মঘট শুরু

জার্মানিতে স্থানীয় সময় বুধবার রাত ১০টা থেকে ট্রেন চালকদের ২০ ঘন্টার ধর্মঘট শুরু হয়েছে আর এটি বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে বলে জানা গেছে। কর্মীদের মাসিক বেতন ৫৫৫ ইউরো (বাংলাদেশি টাকায় ৬৭ হাজার) বাড়ানোর দাবিতে এই ধর্মঘট ডেকেছে ট্রেন চালকদের সংগঠন জিডিএল।

মূল্যস্ফীতির কারণে প্রাপ্ত এককালীন তিন হাজার ইউরো বা তিন লাখ ৬১ হাজার টাকার বাইরে এই দাবি করেছেন তারা৷ এছাড়া বেতন না কমিয়ে সাপ্তাহিক কাজের সময় ৩৮ থেকে কমিয়ে ৩৫ ঘণ্টা করারও দাবি জানিয়েছে জিডিএল৷এদিকে দেশটির রাষ্ট্রীয় রেল পরিষেবা সংস্থা ডয়চে বান (ডিবি)’র সদস্যরা তাদের বেতন ১১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছন।   

এসময় ডয়চে বান যাত্রীদেরকে তাদের পূর্ব নির্ধারিত সফর বাতিলের অনুরোধ জানান। ডিবির মূখপাত্র আখিম স্টাউস বলেন, বুধবারে ২০ টিরও কম আইসিই ও আইসি ট্রেন চলতে পারে। 

মূলত এসব ট্রেন অতি দ্রুতগতি সম্পন্ন ট্রেন বলে জার্মানে পরিচিত যা দেশটির প্রধান শহরগুলোর সঙ্গে যোগাযোগ স্থাপন করে থাকে। এর আগে চলতি সপ্তাহের শুরুতে ডিবি ও জিডিএল-এর মধ্যে আলোচনা হওয়ার কথা ছিল৷ কিন্তু ধর্মঘট প্রত্যাহার না করায় আলোচনা বাতিল করে দেয় ডিবি৷

সূত্র: ডয়চে ভেলে 

সাম্প্রতিক দেশকাল ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

মন্তব্য করুন

Epaper

সাপ্তাহিক সাম্প্রতিক দেশকাল ই-পেপার পড়তে ক্লিক করুন

Logo

ঠিকানা: ১০/২২ ইকবাল রোড, ব্লক এ, মোহাম্মদপুর, ঢাকা-১২০৭

© 2024 Shampratik Deshkal All Rights Reserved. Design & Developed By Root Soft Bangladesh

// //